রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে পার্কে প্রেমিককে আটক রেখে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টা, যুবক আটক

ভূঞাপুরে পার্কে প্রেমিককে আটক রেখে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টা, যুবক আটক

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার্কের ভেতরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এক স্কুলছাত্রী। এ ঘটনায় ধর্ষণ চেষ্টা ও তার প্রেমিককে জঙ্গলে আটকে রেখে মারধর করার অভিযোগে মো. ইউসুফ (২৮) নামে এক যুবককে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।

বুধবার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে ওই পার্কের ভেতরে এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ শাহিদুল ইসলাম ও উপজেলার নিকরাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত ইউসুফ পেশায় অটোভ্যান চালক। সে ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের মো. মজনু মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, পার্কে ঘুরতে যাওয়া ওই দুইজনের প্রেমের সম্পর্ক রয়েছে। তারা দুজনেই স্কুল পড়ুয়া শিক্ষার্থী। প্রেমিকের সঙ্গে ওই স্কুলছাত্রী বঙ্গবন্ধু সেতু পূর্ব পার্কের ভেতরে দুপুরে ঘুরতে গিয়েছিল। একপর্যায়ে অটোভ্যান চালক ইউসুফ পার্কের ভেতরে প্রবেশ করে তার প্রেমিককে জঙ্গলের ভেতরে আটকে রেখে মারপিট ও বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এসময় স্কুলছাত্রী ডাক-চিৎকারে পার্কের ভেতরে কাজে নিয়োজিত থাকা লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে টের পেয়ে বখাটে ইউসুফ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ইউসুফসহ তাদেরকে থানায় নিয়ে যায়। থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ শাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইউসুফসহ ওই দুজনকে থানায় নিয়ে আসা হয়। উভয়দের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসছে। এ ব্যাপারে স্কুলছাত্রী এখন পর্যন্ত কোনো ধরণের অভিযোগ করেনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments