কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ার ল্যাব গুলোতে ডেঙ্গু পরিক্ষার নামে অতিরিক্ত গলাকাটা বানিজ্যের অভিযোগ উঠেছে। এতে করে গরীব অসহায় মানুষরা দূর্ভোগের শিকার হচ্ছে।
সরকার ডেঙ্গু পরিক্ষা ৫০ টাকা নির্ধারণ করে দিলেও তা মানছেনা উখিয়ার ল্যাব গুলো।তারা হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। ৫০ টাকার স্থলে নিচ্ছে ৩০০ টাকা।
শুক্রবার উখিয়ার সেঞ্চুরি ল্যাবে দৈনিক জনকণ্ঠ পত্রিকার উখিয়া সংবাদাতা ও দৈনিক রূপসী গ্রাম পত্রিকার উখিয়াস্থ নিজস্ব প্রতিবেদক সাংবাদিক হানিফ আজাদ তার শিশু সন্তান শামীম আজাদকে নিয়ে ডেঙ্গু পরিক্ষা করতে ল্যাব টেকনিশিয়ান শিবলী ৫০ টাকার স্থলে ৩০০ টাকা নেন।
সাংবাদিক মুহাম্মদ হানিফ আজাদ, এ প্রতিবেদককে জানান, তার শিশু সন্তান ১ সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন, তিনি ডাঃনয়ন পালকে দেখালে সে ডেঙ্গু পরিক্ষা করার জন্য পরামর্শ দেন। ডেঙ্গু পরিক্ষা করতে সেঞ্চুরি ল্যাবে গেলে ৫০ টাকার স্থলে ৩০০ টাকা নেন।
অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে সেঞ্চুরি ল্যাবের মালিক মাস্টার মানিকের কাছে ফোনে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পেরে ফোনের লাইন কেটে দেন।