আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এবার এসএসসি,পরীক্ষায় দুটি পরীক্ষা কেন্দ্রে ১হাজার ৯শত ৬৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মধ্যে ১হাজার ৩শত ৬৫ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।তাদের মধ্যে জিপিএএ-৫ পেয়েছে ৩৬ জন পরীক্ষার্থী।এ উপজেলায় মোট পাশের হার ৬০.৩৫%।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়- সারাদেশের ন্যায় ২০১৮সনের এস.এস.সি পরীক্ষায় জৈন্তাপুর উপজেলা হতে ১৪টি বিদ্যালয় হতে ১হাজার ৩শত ৪৬জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১৩টি জিপিএ-৫ সহ পাশ করেছে ১হাজার ৪৬জন শিক্ষার্থী। তার মধ্যে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় ৫টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৭৭জন, পাশের হার ৮৪.৬১%। জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় ১টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৬৮জন, পাশের হার ৮৫%। রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ৩টি জিপিএ-৫ সহ পাশ করেছে ১৭৮জন, পাশের হার ৭৪.৭৮%।
আজ (২৮জুলাই)শুক্রবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রেজানাযায়,উপজেলার বাদাঘাট পরীক্ষা কেন্দ্রে ১হাজার১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং,তাহিরপুর সদরে পরীক্ষা কেন্দ্র ৯শত ৪৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে,তাদের এর মধ্যে এ উপজেলায় মোট ১হাজার ৩শত ৬৫জন কৃতকার্য হয়েছে।এবং ৩৬ টি জিপিএ-৫ পেয়েছে।উপজেলার গড়ে পাশের হারে শীর্ষে রয়েছে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,এবং ১৩টি জিপিএ-৫ পেয়ে এগিয়ে রয়েছে বাদাঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
তাহিরপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান এ বিষয়ের সততা নিশ্চিত করেন।