শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
Homeসারাবাংলাচারঘাটে বিপুল পরিমান ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ৩৯০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

রবিবার (৫ আগস্ট) দিনগত রাত সোয়া ১টায় রাজশাহীর চারঘাট থানাধীন ইউসূফপুর মন্ডলপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মোঃ আউয়াল শেখ, সে রাজশাহী নগরীর মতিহার থানাধীন চরখিদিরপুর গ্রামের মৃত মহসিন মন্ডলের ছেলে। অপর আসামী মোঃ মারুফ হোসেন, সে নগরীর কাটাখালী থানাধীন সাহাপুর পশ্চিমপাড়া গ্রামের মাঃ মাসুদ রানার ছেলে। রবিবার সকালে র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, রাজশাহীর চারঘাট থানাধীন ভারতীয় সীমান্তবর্তী চর এলাকা হতে মাদকদ্রব্য নিয়ে কতিপয় মাদক কারবারি নৌকা যোগে পদ্মানদী পেরিয়ে ইউসূফপুর মন্ডলপাড়া গ্রামের দিকে বিক্রয়ের উদ্দেশ্যে আসছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে ইউসূফপুর মন্ডলপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত ও আম বাগানে অবস্থান করে র‌্যাব-৫, এর সদস্যরা। গভীর রাতে ২জন ব্যক্তি ঘাড়ে প্লাষ্টিকের বস্তা বহন করে তাদের সন্নিকটে আসা মাত্রই ২ জন ব্যক্তিকে ঘাড়ে বস্তাসহ আটক করে র‌্যাব সদস্যরা।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments