জহিরুল ইসলাম: যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও তাঁর পরিবারের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা,দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শংকরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোবিন্দ চ্যাটার্জি এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চৌগাছা-ঝিকরগাছা, সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবিব শিপার।
এসময় আরো উপস্থিত ছিলেন গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান ঝন্টু, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ বিশ্বাস,গঙ্গাননদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বদরউদ্দিন বিলটু,শংকরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম- আহবায়ক জাহিদ হাসান পলাশ,শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, আবু সাঈদ, ইউপি সদস্য কাজল রায়হান,মাষ্টার আসাদুজ্জামান, সেচ্ছাসেবকলীগের সভাপতি শিব্বির আহমেদ শাহিন,সাঃ সম্পাদক আশানুর রহমান, যুগ্ম সাঃসম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সাংগাঠনিক সম্পাদক নয়ন রেজা, ছাত্রলীগের সাবেক সাঃসম্পাদক মোখলেছুর রহমান রিন্টু,মুনছুর আলী,শাহিন,আলী,তৌহিদুর রহমান সবুজ,জুলফিকার আলী ভুট্টো,রুমন,সহ ইউনিয়ন আ.লীগ,যুবলীগ ও ছাত্রলীগ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।