ফেরদৌস সিহানুক ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ির পাশে টিউবওয়েলের পানি আনতে গিয়ে পা পিছলে গুরুত্বর আহত চেমালী বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত নারী উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের আলম আলীর স্ত্রী।
রোববার দুপুর ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে সকাল ১০টার দিকে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকাল দশটার দিকে বাড়ির পাশে টিউবওয়েলের পানি আনতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন চেমালী বেগম।
পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য জাহিদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।