শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩
Homeসারাবাংলাপাঁচবিবিতে দেড় কোটি টাকা ব্যয়ে দুটি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন

পাঁচবিবিতে দেড় কোটি টাকা ব্যয়ে দুটি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন

প্রদীপ অধিকারী: বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর হতে খাঙ্গইর হাটখোলা ও বাগজানা ইউপি রাস্তা হতে ধরঞ্জী ইউপি সংলগ্ন রাস্তা দুটি প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে এলজিইডি পাঁচবিবির আয়োজনে বুধবার বিকেল ৫টায় রতনপুর ধরঞ্জী মাঠের মাছ উজাই তিনমাথা বটতলা মোড়ে অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহরাব হোসেন মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।

ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মাহামুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল কাইয়ুম, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমতাজুর রহমান, ইউপি সদস্য অমল চন্দ্র গমো, সাবেক সদস্য ফারায়েজ হোসেনসহ আরো অন্যান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে ফলক উম্মেচোনের মাধ্যমে রাস্তা দুটির ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments