সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুরে ৪১তম বিসিএস এ সুপারিসপ্রাপ্ত ৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

কেশবপুরে ৪১তম বিসিএস এ সুপারিসপ্রাপ্ত ৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

জি.এম.মিন্টু: উপজেলা প্রশাসনের আয়োজনে কেশবপুরে ৪১ তম বিসিএস পরিক্ষায় চুড়ান্ত ৬ জন সুপারিসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ আরিফুজ্জামান,উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা সাদেক।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,এ্যাড.আবু বক্কর সিদ্দিক,কেশবপুর সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শওকতরা আমিন লিমা, প্রভাষক মশিহুর রহমান, সাংবাদিক আশরাফ-উজ্জামান খাঁন,দীলিপ মোদক, মোতাহার হোসেনও প্রমুখ। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে কেশবপুরে কর্মরত সাংবাদিক,জনপ্রতিনিধি,বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত ৪১ তম বিসিএস পরিক্ষায় চুড়ান্ত ৬ সুপারিসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন, উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়–য়া গ্রামের লেয়াকত আলীর ছেলে বিিিসএস সাধারন শিক্ষায়(প্রভাষক পদার্থ বিজ্ঞান) মোঃ বিল্লাল হোসেন ও একই ইউনিয়নের সারুটিয়া গ্রামের সমীর কুন্ডুর ছেলে বিসিএস প্রশাসন সুকান্ত কুন্ডু,মঙ্গলকোট ইউনিয়নের ঘাঘা গ্রামের লেয়াকত আলীর মেয়ে বিসিএস প্রশাসন জিনাত সুলতানা, আলতাপোল গ্রামের রুহল আমীনের ছেলে বিসিএস সাধারন শিক্ষা(প্রভাষক ইংরেজী) শরিফুজ্জামান,কেশবপুর পৌরসভার হাবাসপোল গ্রামের দিনমজুর আবুল কাসেমের ছেলে বিসিএস সাধারন শিক্ষা(প্রভাষক গনিত) মোঃ শফিকুল ইসলাম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments