বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ৬ সেপ্টেম্বর বুধবার স্থানীয় গৌর নিতাই বিগ্রহ সেবা সংঘ আশ্রম কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাহজাদপুর উপজেলা ও পৌর শাখা যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে। এদিন সকালে মঙ্গল ঘট স্থাপনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শ্রীমদভগবত গীতা পাঠ ও ভক্তিমূলক সংগীতের আয়োজন করা হয়।
সকাল ১১ টায় মন্দির প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি চয়ন ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল হামিদ লাবলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি, থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) সাজ্জাদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা পরিষদ উপজেলা শাখার সভাপতি অসীম কুমার সাহা বানী। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, পৌর শাখার সাধারণ সম্পাদক মানিক কুমার সরকার প্রমুখ ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয় এবং শোভাযাত্রাটি পৌরএলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় পূজা উদযাপন পরিষদ, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সহ শত শত নারী পুরুষ ভক্তবৃন্দ অংশ গ্রহন করেন।
এছাড়াও শুভ জন্মাষ্টমী উপলক্ষে মন্দির প্রাঙ্গনে গীতা পাঠ প্রতিযোগিতা, শ্রীকৃষ্ণের পূজা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে ।