বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ২ কেজি ৩শত গ্রাম গাঁজা ও চার বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
গ্রেফতার রাহাদুল ইসলাম (২৫) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের মহিষ ওয়ালা বাড়ির মো.মামুনের ছেলে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার কবিরহাট পৌরসভার পূর্ব ঘোষবাগ গ্রামের ইসমাইল পোলট্রি খাবার থেকে তাকে গ্রেফতার করা হয়।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।