বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় অটোরিকশা-বাসের সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২

পাবনায় অটোরিকশা-বাসের সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২

বাংলাদেশ প্রতিবেদক: পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় বাসের সাথে সিএনজিচালিত-অটোরিকশার সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনার সুজানগর উপজেলার জুনা রামচন্দ্রপুর এলাকার মো: কামরুজ্জামানের ছেলে রিফাত আল সিফাত (২১) এবং চাটমোহরের পাশ্ব ডাঙ্গার মহেলা এলাকার মজনু মাস্টারের ছেলে রুম্মান (২০)।

সিফাত চলতি বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রাজশাহী, খুলনা ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ছিলেন। তিনি বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিলেন।

পাকশী হাইয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, সিএনজিচালিত-অটোরিকশা করে তিনজন ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। আর রাব্বি পরিবহনের একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়েছে বলেও জানান পুলিশের এসআই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments