শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeসারাবাংলামুক্তিযুদ্ধের লক্ষ্য, চেতনা, আদর্শ ও ইতিহাস নতুন প্রজন্মকে মনে রাখতে হবে: ভারতীয়...

মুক্তিযুদ্ধের লক্ষ্য, চেতনা, আদর্শ ও ইতিহাস নতুন প্রজন্মকে মনে রাখতে হবে: ভারতীয় সহকারী হাইকমিশনার

জয়নাল আবেদীন: ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য, চেতনা, আদর্শ ও ইতিহাস নতুন প্রজন্মকে মনে রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতা এসেছে।

এই অর্জনকে নতুন প্রজন্মকে মূল্যায়ন করতে হবে।শুধু তাই নয় মুক্তিযুদ্ধেও চেতনায় যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে তার ব্যাবস্থাও করতে হবে।

বৃহস্পতিবার রাতে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভারতের জয়সালমার বিটের সাংস্কৃতিক উৎসবে তিনি এসব কথা বলেন। ভারতীয় সহকারী হাইকমিশন রাজশাহী ও রংপুর সিটি কর্পোরেশন যৌথভাবে এই উৎসবের আয়োজন করে। ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষার মিল রয়েছে। বাংলাদেশ ভারতের শুধু প্রতিবেশী দেশ না, উভয়ই দেশই এগিয়ে চলার বন্ধু। তাই আসন্ন জি-২০ সম্মেলনে ভারত বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভালো একটি বক্তৃতা দেবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: ফজলুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মোজাম্মেল হক রাসেল, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম মেয়র পত্নী জেলী রহমান। এসময় দক্ষিণ কোরীয়া থেকে ভার্চুয়ালী যুক্ত ছিলেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের বিশিষ্ট আইনজীবী একুশে পদক প্রাপ্ত আব্রাহাম লিংকন ,রংপুর জিলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু,বীর মুক্তিযোদ্ধা রাম কৃষ্ঞ সোমানী রামু দা রংপুর সিটি কর্পোরেশন প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু সচিব উম্মে ফাতিমা , প্রধান রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রাণী রায়, রংপুর চেম্বার প্রেসিডেন্ট আকবর আলী, মেট্রোপলিটন চেম্বার প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন উইমেন চেম্বার প্রেসিডেন্ট আনোয়ারা ফেরদৌসী পলি । মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন অতিথিবৃন্দ । পরে সাংস্কৃতিক উৎসবে প্রথম অংশে রংপুর অঞ্চলের শিল্পীরা ভাওয়াইয়া এবং নৃত্য পরিবেশন করেন।

এরপর ২ ঘন্টা ব্যাপী মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে দর্শক মাতিয়ে তোলেন ভারতের রাজস্থান থেকে আসা ৯ সদস্যের জয়সালমার বিটের এক ঝাঁক শিল্পী। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments