মিজানুর রহমান বুলেট: মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সমুদ্রে টিকতে না পেরে গত দুইদিন আগেই মহিপুর ও আলীপুরের খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে সহস্রাধীক মাছধরা ট্রলার। ফলে মৎস্য বন্দরে কমেছে ইলিশের সরবরাহ। বেড়েছে দাম। ১ কেজি ওজনের ইলিশ ১৬শ‘ টাকা, ৮ শ‘ গ্রামের ইলিশ ১২ শ‘ টাকা, ৬ শ‘ গ্রামের ইলিশ ৮ শ‘ টাকা এবং জাটকা বিক্রি হচ্ছে ৫ শ‘ টাকা কেজি দরে। চড়া দামে ইলিশ বিক্রি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
জেলে আ: জলিল বলেন, কিনারায় চর পরায় মাছ পাওয়া যাচ্ছে না। গভীর সমুদ্রে মাছ পড়ে তাও আবার আবহাওয়া বিপক্ষে থাকায় সাগরে যেতে পারিনা।
মহিপুর আল্লাহ ভরসা আড়ৎ মালিক লুনা আকন বলেন, এভাবে যদি মাছ না পড়ে আর আবহাওয়াও বিপক্ষে থাকে তাহলে মাছের দাম আরো বেড়ে যাবে। আমরা আড়ৎ মালিকরা হতাসায় আছি।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এ মাসের মাঝামাঝি সময়ে জেলেদের জালে ধরা পড়তে পারে ঝাঁকে ঝাঁকে ইলিশ বলে জানিয়েছে মৎস্য বিভাগ।আবার মাছ পড়লেই দাম কমে যাবে।