আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে শেখ রাসেল স্মৃতি বৃত্তি ২০১৯ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে শেখ রাসেল স্মৃতি সংঘের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল মুনসুর ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর প্রমুখ।
এসময় শেখ রাসেল স্মৃতি সংঘের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শেখ রাসেল স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক ও মগরা পালস্ধসঢ়; ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলাম। এসময় শেখ রাসেল স্মৃতি সংঘের অন্যান্য নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।