জয়নাল আবেদীন : রংপুর সিটি কর্পোরেশন এলাকায় বুধবার থেকে টিসিবি‘র পণ্য চাল ডাল তেল বিক্রয় শুরু হয়েছে । সকাল ১০টার দিকে নগরীরর আদর্শ উচ্চবিদ্যালয় চত্তরে জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ।
এসময়উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশন সচিব উম্মে ফাতিমা,অতিরিক্ত জেলা প্রশাসক ডব্লিউ এম রায়হান শাহ, প্যানেল মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাবুবার রহমান মঞ্জু সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন ।প্রত্যেক কার্ডধারী ৫ কেজি চাল,২ কেজি ডাল এবং ২লিটার সোয়াবিন তেল ৪৭০ টাকায় ক্রয় করতে পারছেন । এদিকে রংপুর মহানগরীর ২১নং ওয়ার্ডে টিসিবির পণ্য পচাঁ ও পোকা ধরা চাল নিয়ে বিপাকে পড়েছে সংশ্লিষ্ট
ডিলার। ক্রেতাদের ক্ষোভ তারা পঁচা চাল ক্রয় করতে রাজি নয় । বিব্রত পরিস্থিতিতে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ।নগরীর ২১নং ওয়ার্ডের সেনপাড়া মসজিদ মাঠে টিসিবির পণ্য বিক্রয় করতে আসেন মেসার্স শাজেদা আক্তার নামে একটি প্রতিষ্ঠান। এসময় ডাল, তেল ও চাল বিক্রয় কার্যক্রম শুরু করেন। এরই এক
পর্যায়ে ফ্যামিলি কার্ডধারি ক্রেতারা পচাঁ ও পোকা ধরা চাল দেখে হট্টগোল শুরু করেন। তারা পোকাধরা ও পচাঁ চাল নিতে অপারগতা প্রকাশ করে বিক্ষোভ করতে থাকেন ।
পচাঁ ও পোকা ধরা চাল সম্পর্কে সংশ্লিষ্ট ডিলার জানান, ডিলারদের ক্ষতি ও বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য দায়ি খাদ্য বিভাগ। তারা ডিলার দের চাল প্রদান করার সময় কাউকে গোডাউনের ভিতরে প্রবেশ করতে দেননা।ফলে পঁচা পোকা ধরা চালই তাদের
নিতে হয় । সংশ্লিষ্ট ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাবুবার রহমান মঞ্জু জানান, ২১নং ওয়ার্ডে ৩টি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ৯টা থেকে। আদর্শ উচ্চ বিদ্যালয়ের রংপুর জেলা প্রশাসক টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। আমি সেখানেই ছিলাম। হঠাৎ একজন আমাকে জানান যে, সেনাপাড়ায় টিসিবির পয়েন্ট থেকে পচাঁ ও পোকা ধরা চাল বিক্রি করা হচ্ছে। আমি তাৎক্ষনিক সেই পয়েন্টে গিয়ে দেখতে পাই পচাঁ ও পোকা ধরা চাল না নেয়ার জন্য কার্ড ধারিরা হট্টগোল করছে। ডিলারের কর্মীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। আমি পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিজেও বিব্রতকর পরিস্থিতিতে পরি। মুলত ফুড অফিসের অসাধু কর্মকর্তাদের অবহেলার কারনে আজ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে ডিলার ও ক্রেতারা । এদিকে এই পঁচা চাল বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি এই প্রতিনিধিকে বলেন ফুড অফিসের সঙ্গে ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে । তাঁরা জানিয়েছেন তাদের পক্ষ থেকে পঁচা চাল ডিলারকে সরবরাহ করা হয়নি ।
তিনি বলেন ডিলার বলছেন এই চাল খাদ্যগুদাম থেকেই সরবরাহ করা হয়েছে।এ অবস্থায় তিনি বিষটি গুরুত্বসহকারে টিসিবি‘র বিক্রয়স্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন । তিনি সঠিক
তদন্ত করে রিপোর্ট দাখিল করলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে । অপরদিকে রংপুর সিটি কর্পোরেশন সচিব উম্মে ফাতিমা জানান সেনপাড়া স্পটের টিসিবি‘র কার্ডধারীরা যাতে চাল থেকে বঞ্চিত না হয় সেজন্য নতুন করে ফ্রেশ চাল খাদ্য গুদাম থেকে এনে তাদের মাঝে নির্ধারিত মুল্যে বিক্রি করার ব্যবস্থা নেয়া হয়েছে ।