জয়নাল আবেদীন : ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নসহ ৩দফা দাবীতে বৃহস্পতিবার বিকেলে রংপুর প্রেসক্লাব চত্তর এবং নগরীর কালিবাড়ী মন্দির চত্ত¡রে পৃথক দুটি স্থানে মানববন্ধন এবং সমাবেশ করেছেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শ্রী ধীমান ভট্টাচার্যের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র দাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার যূগ্ম সম্পাদক নির্মলেন্দু গোস্বামী, অর্থ সম্পাদক অশোক কুমার বাগচি নিখিল, সাংগঠনিক সম্পাদক দেবদাস ঘোষ দেবু, আইন বিষয়ক সহ-সম্পাদক মিন্টু রায়, পুজা বিষয়ক সম্পাদক প্রদীপ মহন্ত, সহ-পুজা বিষয়ক সম্পাদক সুধাংশু রায়, সদস্য প্রকাশ রায়, পীযুষ সরকার, হৃদয় রায় ও দেবব্রত মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
একই দাবিতে রংপুর প্রেস ক্লাব চত্ত¡রে বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি ও রসিক কাউন্সিলর শ্রী হারাধণ রায় হারার সভাপতিত্বে অনুষ্ঠিতমানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, জাতীয় কমিটির সদস্য ও ধর্মসভার সভাপতি শ্রী ভবতোষ সরকার বাচ্চু, মহানগর যুগ্ম সম্পাদক রন্টু সেন, মহানগর সাংগঠনিক সম্পাদক স্বপন ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ কোতয়ালী মেট্রোপলিটন থানা শাখার সাধারণ সম্পাদক পীযুষ সরকার, পশুরাম থানার সভাপতি কার্তিক রায়, মাহিগঞ্জ থানা শাখার সভাপতি রবি সোমানী, হাজিরহাট থানার সভাপতি মেঘনাথ রায়, তাজহাট থানার সভাপতি ডাঃ পলাশ চন্দ্র সেন ও হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী অলক নাথসহ অন্যান্য নেতৃবৃন্দ।