আরিফুর রহমান:মাদারীপুর বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে ৩টি ঘরসহ পুড়ে যায় নগত আড়াই লাখ টাকা, পাসপোর্ট ও ভিসার যাবতীয় কাগজ পত্র। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধায় সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে কৃষক সাফী সরদারের বাড়িতে এই ঘটনা এই ঘটে।
সরজমিনে গিয়ে জানা যায়, বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে ৩টি ঘর সম্পন্ন পুড়ে যায়। এছাড়া ছেলেকে বিদেশ পাঠানোর জন্য ঘরে থাকা আড়াই লক্ষ টাকা পাসপোর্ট ভিসা সহ সমস্ত কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ভেঙে পড়ে পুরো পরিবার। সাফী সরদার পেশায় একজন কৃষক। নিজের কিছু জমি চাষাবাদ করে কোন রকমে সংসার চালায়। একটু সুখের আশায় ধার দেনা করে ছেলে সজিবকে বিদেশ পাঠানোর প্রস্তুতি নেন।
চলতি মাসের ১৮ তারিখ বিমানে উঠার কথা ছিল ছেলের। ছেলেকে বিদেশে পাঠানোর জন্য সর্বশেষ এনজিও থেকে আড়াই লাখ টাকা লোন করে নগদ টাকা বাড়িতে রাখে। আগুন লেগে সবকিছু নিঃস্ব হয়ে যায়। সেই সাথে পুড়ে গেছে সাফী সরদারের স্বপ্ন। নিঃস্ব হয়ে এখন পোড়া ঘরের দিকে নির্বাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই যেন করার নেই তার।
এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা স্থলে আমাদের প্রকল্প কর্মকর্তাকে পাঠিয়েছি। সেখানে ক্ষতিগ্রস্তদের ক্ষতির তালিকা করে তাদের সার্বিক সাহায্য সহযোগিতা দেয়া হবে। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া আড়াই লক্ষ টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যাতে পেতে পারে সে ব্যবস্থা করবো।
এছাড়া বিদেশ যাওয়ার ব্যাপারে পুড়ে যাওয়া পাসপোর্টসহ সকল কাগজপত্র যাতে তাড়াতাড়ি পেতে পারে সে বিষয়ে সহযোগিতা করব।