এ এম মিজানুর রহমান বুলেটঃ পটুয়াখালীর মহিপুরে সমুদ্র দূষন নিয়ন্ত্রনে জেলেদের করনীয়, আন্তজার্তিক উপকূল পরিচ্ছন্নতা দিবস ও ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল দশটায় মহিপুর থানার আলীপুর বিএফডিসি মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস ও জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম। সভায় আলীপুরের সহস্রাধিক জেলেরা ২২ দিনের নিষেধাজ্ঞা পিছিয়ে দেয়া ও নিষেধাজ্ঞাকালীন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেদর আগ্রাশন বন্ধ সহ নানা সমস্যার কথা জানান। বক্তারা জেলেদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।