আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের নদীভাঙ্গন ও বন্যা ও কবলিত মানুষের জীবনযাত্রা বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যাপূর্ব উপজেলার ভাটীকাপাসিয়া মৌজাস্থ কাজিয়ার চরে এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন- ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। বেসরকারি উন্নয়ন সংস্থা ্গণ উন্নয়ন কেন্দ্র’র (জিইউকে) আয়োজনে গণ শুনানি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা ক্লাস্টার কনসালটেটিভ গ্রুপের সভাপতি- জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন- উক্ত গ্রুপের এসিস্ট্যান্ট সেক্রেটারী বিদ্যুৎ কুমার দেব সর্মা, মাজেদা বেগম।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- জিইউকে কর্তৃক বাস্তবায়নাধীন ফ্লাড রেজিলিয়েন্স প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম। এসময় ছিলেন- উক্ত প্রজেক্টের ফিল্ড অফিসার ডলি সুলতানা। কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড কারিগরি সহায়তায় জুরিখ ফাউন্ডেশনর অর্থায়নে ও জিইউকে বাস্তবায়নে উক্ত প্রজেক্টের অধীন বন্যা কবলিত মানুষের দুর্দশা ও এ প্রজেক্টের সেবা বিষয়ে সার্বিক চিত্র তুলে ধরেন কাপাসিয়া ইউপি সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, রাজা মিয়া, আব্দুর রউফ সরকার, মোহাম্মদ আলী, জাহানারা বেগম, জামিউল ইসলাম, ফাতেমা বেগমসহ বিভিন্ন ক্রাক কমিটির নেতৃবৃন্দ ও সূধী মহল। পরে চরবাসীদের জন্য উক্ত প্রকল্পাধীন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি।