বিমল কুন্ডু : ‘সেবা ও উন্নয়নে দক্ষ রূপকার, উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার ‘ এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩ দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা শুরু হয়েছে।
গতকাল ১৭ সেপ্টেম্বর রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
আজ ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস – ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরএলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান,পৌরসভার প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপোলো, ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উল্লেখ্য উন্নয়ন মেলায় পৌরসভা, ১৩ টি ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রকৌশল ও জনস্বাস্থ্য প্রকৌশলের উদ্যোগে ১৮ টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে গত ১৫ বছরের উন্নয়ন কার্যক্রম প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।