জিএম মিন্টুঃ কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস- ২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত “তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ, কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের অধ্যাপক এনায়েত হোসেন, সাংবাদিক এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আরশাদুল ইসলাম, কোষাধ্যক্ষ শিমুল হাসান, ফটো সাংবাদিক রনি হোসেন, শিক্ষার্থী শেখ সাদনান সানি, অভিজিৎ ব্যানার্জী প্রমুখ। আলোচনা সভার পূর্বে র্যালি অনুষ্ঠিত হয়।