জয়নাল আবেদীন: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্ম বার্ষিকী নানা আয়োজনে বিভাগীয় নগরি রংপুরে পালিত হচ্ছে ।
সকাল সাড়ে ৮টায় রংপুর জিলা স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় । র্যালিটি নগরির প্রধান সড়ক অতিক্রম করে রংপুর টাউন হল চত্তরে গিয়ে শেষ হয়। এরপর সকাল ৯টায় পাবলিক লাইব্রেরি চত্তরে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা এবং বিভাগীয় প্রশাসন সহ বিভিন্ন স্তরের মানুষ । সকাল ১০টায় রংপুর শিল্প কলা একাডেমি মিলনায়তনে ঢাকা থেকে সম্প্রচার করা শেখ রাসেলের অনুষ্ঠানটি প্রজেক্টর মাধ্যমে রংপুরে প্রদর্শনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: হাবিবুর রহমান । অলোচনা সভায় বক্তব্য দেন রংপুর রেঞ্জ ডিআইজি মো: আব্দুল বাতেন অতিরিক্ত পুলিশ কমিশনার সায়েফুজ্জামান । অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । এদিকে দিবসটি উপলক্ষে টাউন হল চত্তরে রংপুর ডায়াবেটিক সমিতি এবং হাইপারটেনসন এন্ড রিসার্স সেন্টার আয়োজন করে বিনা পয়সায় স্বাস্থ্য সেবা ক্যাম্প ।
বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ তাদের রংপুর ক্যাম্পাসে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শেখ রাসেলকে নিয়ে ছড়া আবৃতি ,আলোচনা সভা এবং বিশেষ দোয়ার আয়োজন করে । কোঅর্ডিনেটর আশাফা সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র ডিরেক্টর (এমএফ) মোঃ ফয়জার রহমান, হেড অব অ্যাডমিন. অ্যান্ড জেনারেল সার্ভিস মোঃ নজরুল গনি, সিনিয়র কোঅর্ডিনেটর (লিগ্যাল অ্যাফেয়ার্স) অ্যাড. এসএম পারভেজ, টিম লিডার (কৃষি ও পরিবেশ) মোঃ সালাউদ্দিন । ছড়া আবৃতি করে শোনান লিগ্যাল অফিসার অনাবিল আবেদীন । অপরদিকে জেলা এবং মহানগর আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।