মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
Homeসারাবাংলামুন্সীগঞ্জে ফিলিস্তিনে মুসলিম উপর হামলার প্রতিবাদে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জে ফিলিস্তিনে মুসলিম উপর হামলার প্রতিবাদে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লিটন মাহমুদঃ মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন স্থানে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতা কামী বিপ্লবী জনতার পক্ষে একাত্বতা ঘোষনা করে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। ২০ অক্টোবর বাদ জুম্মা সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার ব্যনারে হাজারো মানুষ যোগদেন সংহতি সমাবেশে।

দুপুর ২ টায় মুন্সিগঞ্জ সদর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ।
মিছিলে মুসুল্লিরা ইসরাইলে দ্রব্য বর্জন, ফিলিস্তিনি দের উপর হামলার বিচার চেয়ে নানান স্লোগান প্রদান করেন । পরে বিক্ষোভ মিছিলটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুনরায় শেষ হয় ।

অপরদিকে টঙ্গীবাড়ী উপজেলাধীন পাঁচ ইউনিয়নের মুসল্লিগণ জুম্মার নামাজের শেষে নিজ নিজ এলাকা থেকে মিছিল সহকারে দিঘির পারে একত্রিত হয় । এবং একটি সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত সমাবেশে আগত মুসল্লিরা বক্তব্য দেন । বক্তব্যে তারা
নিজ নিজ বক্তব্যে ফিলিস্তিনিদের উপর ইসরাইলদের হামলার প্রতিবাদ জানান ।ফিলিস্তিনে হামলা বন্ধের জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। এবং ইসরাইলী পন্য বর্জন করার ঘোষণা দেন

ইসরায়েলি অবৈধ দখলদারদের বিরুদ্ধে মুক্তিকামী ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার জুম্মার পরে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় ইছাপুরা ও পার্শ্ববর্তী ইউনিয়নের ওলামা মশায়েখ ও সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানার প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়।
বিক্ষোভ মিছিলটি ইছাপুরা চৌরাস্তা সহ বিভিন্ন সড়ক পদক্ষেপ করে পুনরায় ইছাপুরা চৌরাস্তা এসে বিক্ষোভ প্রদর্শন করে।
মুস্তফাগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল গাফফারের সভাপতিত্বে ও সোনারং আদর্শ মহিলা মাদরাসার শিক্ষা সচিব ও পূর্ব ইছাপুরা জামে মসজিদের খতিব মাওলানা জাকির হুসাইন আজিজীর সঞ্চালনায় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিমতলা মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরী, ইছাপুরা ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, কুসুমপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, নেছারাবাদ আলিম মাদ্রাসার সুপার মাওলানা হাসান তালুকদার, রাজদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, সিরাজদিখান উপজেলা কৃষক লীগ সভাপতি হাজী উদ্দিন মোহাম্মদ লালু, মধ্যপাড়া জামিয়া দীনিয়া ফয়জুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, রাজদিয়া বায়তুশ শরীফ জামে মসজিদের খতিব মুফতি সুলাইমান হাবিব কাসেমী, কাঠালতলী আদর্শ মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আমির হোসেন, চালতাতলা বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি যুবায়ের আহমেদ ফরাজি, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন, মধ্যপাড়া ইসলামবাগ মাদ্রাসার মুহতামিম মাওলানা ইলিয়াস, ইছাপুরা বাইতুল হাসান রা: জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম চাঁদপুরী, ইছাপুরা ইউনিয়ন যুবলীগ সভাপতি সুখন চৌধুরী, উত্তর মধ্যপাড়া মানবিক সংগঠনের সভাপতি শামিম হাওলাদার, রাজদিয়া আদর্শ মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান, রাজদিয়া বাইতুন নূর জামে মসজিদের খতিব মুফতি কামাল হোসেন, মোস্তফাগঞ্জ আইডিয়াল স্কুলের পরিচালক মুফতি রায়হান মুহাম্মদ, ইছাপুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহাদি হাসান, আল্লামা আফজাল আহমাদ দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শরিফুল ইসলাম মাহমুদী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বায়তুল মোকাদ্দাস মুসলমানদের স্মৃতিবিজড়িত স্থান। আমরা শুধু ফিলিস্তিনিদের পক্ষে না, আমরা সকল নির্যাতিত মানুষের পক্ষে। ফিলিস্তিনের মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাবার পর যখন প্রতিবাদ করেছে, তখন পশ্চিমা বিশ্ব তাদের সন্ত্রাসী বাহিনী আখ্যা দিচ্ছে। দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে।

গজারিয়া উপজেলায় ফিলিস্তানি মুসলমানদের উপর ইহুদিবাদী দখলদার ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি, বাংলাদেশ গজারিয়া থানা শাখা উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে । শুক্রবার জুম্মা নামাজ শেষে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদ্রাসা ,এতিমখানা ও মহল্লা ভিত্তিক মসজিদ কমিটির উদ্যোগে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ গজারিয়া থানা শাখা কমিটির নেতৃত্বে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ও ইসলাম প্রিয় মাওলানা খতিব ও ইমামদের ডাকে হাজার হাজার মুসলমান এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ঐতিহ্যবাহী ভবেরচর বাস স্ট্যান্ড মসজিদ খতিব মাওলানা মুফতি মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে নামাজ শেষে বিশাল একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল ঢাকা মুখী রাস্তায় অগ্রসর হয়ে কলিমুল্লাহ কলেজ রোড অতিক্রম করে কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় মাঠে সমাবেশ করে । প্রতিবাদ সমাবেশে গজারিয়া উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে মাদ্রাসা , এতিমখানা ও মসজিদের মুসল্লিরা অংশগ্রহণ করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments