পাবনা প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে পাবনায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকালে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বিকেলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে এ সকল কর্মসুচীতে অংশগ্রহন করেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ,কৃষক লীগ, যুব মহিলা লীগ এর নেতৃবৃন্দ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শহীদ এম মনসুর আলী কলেজে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টায় প্রশাসনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন, অধ্যাপক সাইফুল ইসলাম, প্রক্টোর কামাল হোসেন, শিক্ষক আওয়াল কবীর জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’-এ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলী শেষে আলোচনা অনুুষ্ঠিত হয়।
শহীদ এম মনসুর আলী কলেজে দিবসটি উপলক্ষে সকালে নানা কর্মসুচী পালিত হয়। অধ্যক্ষ আব্দুস সামাদ খান এর সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশগ্রহন করেন গভনিং বডির সভাপতি সোহেল হাসান শাহীন, শিক্ষক মাকসুদা খুশি, আশরাফ আলী প্রমূখ।