মারুফা মির্জা: সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর পাক দরবার শরীফে সমাহিত সদ্য প্রয়াত সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের কবর জিয়ারত করেছেন তার প্রতিষ্ঠিত মাদারীপুরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষককেরা। নিজ জন্মভুমি ডাসার ও কালকিনি উপজেলার ৪টি কলেজের ২ শতাধীক শিক্ষক-কর্মচারী ও পরিচালনা পরিষদে সম্পৃক্ত প্রতিনিধিরা শুক্রবার বাদ জুমা মাজার শরীফে এসে তার কবরে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রয়াত সৈয়দ আবুল হোসেনের বিদেহী আত্নার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এসময় এনায়েতপুর পাক দরবার শরীফের পেশ ঈমাম আলহাজ্ব মাওঃ আব্দুল আওয়াল, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজ এর অধ্যক্ষ সৈয়দা মমতাজ বেগম, সরকারী শেখ হাসিনা একাডেমি এন্ড ইউমেন্স কলেজের অধ্যক্ষ ড. শওকত আলী মোল্লা, খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ ফেরদৌসী বেগম, এ বি সি কে আবুল হোসেন কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ বৈদ্য, উল্লেখ্যযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
তখন আগত শিক্ষকদের নেতৃত্ব দেয়া অধ্যক্ষ সৈয়দা মমতাজ বেগম, অধ্যক্ষ ড. শওকত আলী মোল্লা জানান, শিক্ষা বিস্তার, মানব সেবা ও এলাকার সামগ্রীক উন্নয়নে সৈয়দ আবুল হোসেনের কৃতিত্বের কথা বলে শেষ করা যাবেনা। তার সৃষ্টি তাকে আমাদের তথা দেশবাসীর হৃদ মাজারে আজীবন স্মরণীয় করে রাখবে। আমরা মানবতার বীরের আত্নার প্রতি শ্রদ্ধা জানাই।
এর আগে শিক্ষকেরা খাজা ইউনুস আলী (রঃ) এর পবিত্র মাজার শরীফ জিয়ারত করেন। সেখানেও সৈয়দ আবুল হোসেন সহ বিশ্ব মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি কামনা করা হয়।