মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Homeসারাবাংলাদ্বিতীয় দফার অবরোধে ঈশ্বরদী জংশনে নিরাপত্তা জোরদার

দ্বিতীয় দফার অবরোধে ঈশ্বরদী জংশনে নিরাপত্তা জোরদার

স্বপন কুমার কুন্ডু: বিএনপি-জামায়তের ডাকা ৪৮ ঘন্টার অবরোধে ঈশ্বরদী জংশন স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্টেশন এলাকায় যাত্রীদের জন্য তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি রেল ইয়ার্ডেও চরম সতর্কতার সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

রবিবার (৫ নভেম্বর) ঈশ্বরদী জংশন স্টেশন সরেজমিনে দেখা যায় নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহলে রয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক ফিরোজ আহমেদ বলেন, ট্রেনে নিরাপত্তা জোরদার করার লক্ষে তল্লাশি চৌকি বসানো হয়েছে। স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ নিরাপত্তার বিষয়টি নিন্চিত করে বলেন, ঈশ্বরদী রেল স্টেশনে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ( আরএনবি), রেলওয়ে পুলিশসহ আনসার সদস্যদের নিরাপত্তার বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসংগত: গত পহেলা নভেম্বর বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঘটলে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঈশ্বরদীর কেপিআইভূক্ত এলাকায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

শুক্রবার (৩ নভেম্বর) ভোরে ঈশ্বরদী জংশনের ১নং প্লাটফর্মের পশ্চিমে ২ নং রেল লাইনের ওপর আন্তঃনগর ট্রেনের নতুন অতিরিক্ত রিজার্ভ কোচের নীচে লাল রং এর টেপে জড়ানো বোমাটি দেখতে পান রেলওয়ে নিরপত্তা কর্মীরা। পরে র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেনের নেতৃত্বে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট বোমটি উদ্ধার ও নিস্ক্রিয় করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments