স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে পদ্মা নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ নভেম্বর) উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঘাট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন, ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা, বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ ফরিদুল ইসলাম, সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, যুবলীগ নেতা যুবলীগ নেতা দোলন বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন অবুঝসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ নেতারা এসময় উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঘাট এলাকায় পদ্মার ভাঙন রোধে এই জিও ব্যাগ ফেলা হচ্ছে। নদী তীরের বাসিন্দারা এর মাধ্যমে ভাঙন থেকে রা পাবে বলে আশা সংশ্লিষ্টরা আশা পোষণ করছেন।