শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
Homeসারাবাংলাশাহজাদপুরে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

শাহজাদপুরে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। গতকাল ৪ অক্টোবর শনিবার দিবাগত গভীর রাতে বিএনপি জামাতের সন্ত্রাসীরা গান পাউডার ব্যবহার করে ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । আগুনে আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু ছবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, আসবাবপত্র সহ কার্যালয়ের জানালা, দরজা, টিনের চাল পুড়ে ছাই হয়ে গেছে । খবর পেয়ে এলাকাবাসী ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এ ব্যাপারে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদ আলি জানান, শনিবার সন্ধ্যার পর দলীয় কার্যালয় বন্ধ করে নেতা কর্মীরা বাড়ি চলে যান। রাত আনুমানিক আড়াইটার দিকে বিএনপি – জামায়াতের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে গান পাউডার ব্যবহার করে দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। তিনি জানান, ভয়াবহ আগুনে কার্যালয়টি পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে ঘটনার পরপরই শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ও থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেন।

আজ ৫ অক্টোবর রোববার সকালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র মনির মনির আক্তার খান তরু লোদী সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আওয়ামী লীগ কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় স্থানীয় এমপি ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ও উপজেলা আওয়ামিলীগ সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি বলেন, বিএনপি জামায়াত শাহজাদপুর সহ দেশব্যাপী অগ্নিসন্ত্রাস শুরু করেছে। তিনি বলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্থ করতে বিএনপি জামায়াত ২০১৩- ১৪ সনের মতো দেশব্যাপী জ্বালাও পোড়াও, পুলিশ হত্যা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাংচুরের পথ বেছে নিয়েছে। তিনি দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবেলা করার আহবান জানান।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার গভীর রাতে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা উপজেলার পোরজনা ও বেলতৈল ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এবং পোরজনা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজদ হোসেন জানান, ওই ঘটনায় বিএনপি জামাতের সন্ত্রাসীদের পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ কার্যালয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments