সুমন গাজী: গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কোয়ালিটি ফিড মিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।রোববার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বলেন, বেলা ১টার কিছু সময় পর গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকার কোয়ালিটি ফিড মিলের গুদামে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্য পাঠানো হয়।
তিনি জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে।