অমর চাঁদ গুপ্ত অপুঃ দিনাজপুরের ফুলবাড়ীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর গতকাল সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উদ্বোধন করা হয়েছে।
ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ফকিরপাড়া হেলিপ্যাড এলাকায় নির্মাণাধিন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ তমাল।
প্রধান অতিথি হিসেবে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজার রহমান, সহ-সভাপতি মো. মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহ মো. আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু প্রমুখ।