সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Homeসারাবাংলামনোনয়ন ফরম কিনেছেন ; রংপুর সদর- ৩ আসনে নির্বাচন করতে চান তৃতীয়...

মনোনয়ন ফরম কিনেছেন ; রংপুর সদর- ৩ আসনে নির্বাচন করতে চান তৃতীয় লিঙ্গের রানী

জয়নাল আবেদীনঃ দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। রানী আবেগ জড়ানো কণ্ঠে সাংবাদিকদেও জানান সকলেরই সংসার রয়েছে, সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছে। আমার সংসার নেই, স্বামী নেই, সন্তান নেই এক কথায় আমার কোনো পিছু টান নেই। রংপুর ৩ আসনের আপনারাই আমার সংসার। আপনারাই আমার পরিবার। আমি আপনাদের হয়ে যেতে চাই। যতটুকু বড় হয়েছি। আপনারা খবর নিয়ে দেখবেন সারাজীবন মানুষের উপকার করে এসেছি। এই কথা বলতে বলতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রংপুর-৩ সদর আসন থেকে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে মনোনয়নপত্র ক্রয় করলেন।

রোববার দুপুর ১২টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় তার সঙ্গে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায্য অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীর জন্য তিনি কাজ করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষ সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন ।

এদিকে আনোয়ারা ইসলাম রানীর তার মনোনয়নপত্র গ্রহণের খবরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আবার অনেকেই রানীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

আনোয়ারা ইসলাম রানী বলেন, রংপুর সবক্ষেত্রে একটি অবহেলিত অঞ্চল। দেশের উন্নয়নমূলক মহাপরিকল্পনাগুলো থেকে আমাদের রংপুর বরাবরই বঞ্চিত। কারণ এখানে নেতৃত্ব দেওয়ার মতো নেতা নেই। যার কারণে আমি এই আসনে নির্বাচন করে নেতৃত্বে আসতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি রংপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করতে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সর্মথন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি উন্নয়নের জন্য আন্দোলন করব। এ সময় তিনি তার ২১ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।

রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুল আলম জানান, এবার রংপুর-৩ আসনে মোট ৫ লাখ ১৯ হাজার ৯শ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments