আদালত প্রতিবেদকঃ রাজধানীতে নাশকতার অভিযোগে হওয়া পৃথক সাত মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ অঙ্গসংগঠনের ১৪০ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে নিউমার্কেট থানার মামলায় মৃত বিএনপি নেতা মো. আবু তাহের দাইয়াকে সাজা দিয়েছেন আদালত। তিনি চার বছর আগে মারা গেছেন। সে সময় তিনি নিউমার্কেট থানার ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। মৃত ব্যক্তিকে সাজা দেওয়ায় তার পরিবার ক্ষোভ প্রকাশ করেছে।
এ বিষয়ে মৃত তাহেরের ছেলে এহসান জানান, আমার বাবা রাজনীতি করতেন। তিনি চার বছর আগে মারা গেছেন। মৃত বাবার সাজা হয়েছে—এটা শুনে খারাপ লাগল। মৃত ব্যক্তির সাজা হয়, এটা আমার জানা নেই। এ ঘটনায় আমরা মর্মাহত।
আসামি পক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিউমার্কেট থানার মামলায় চার বছর আগে মৃত আবু তাহের দাইয়াকে সাজা দিয়েছেন আদালত। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নিউমার্কেট থানায় মামলা হয়। এ মামলায় সাত নম্বর আসামি ছিলেন আবু তাহের। তদন্ত শেষে ওই বছরের ২১ জুলাই আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচার চলাকালে চার বছর আগে দাইয়া মারা যান।