জয়নাল আবেদীনঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে নগরীর কাচারীবাজারস্থ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিট কার্যালয়ের হল রুমে ইউনিট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর ইউনিটের আজীবন সদস্য সাবেক মন্ত্রী রংপুর মিঠাপুকুর আসনের সাংসদ এইচ এন আশিকুর রহমান। বার্ষিক সাধারণ সভায় সেক্রেটারী রওশানুল কাওছার সংগ্রাম বিগত বছরের আয় ব্যয় হিসাব তুলে ধরেন এবং আগামী বছরের সম্ভাব্য ব্যয় উপস্থাপন করেন ।
আয় এবং ব্যয়ের হিসাব নিয়ে আলোচনায় অংশ নেন আজীবন সদস্য সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, আজীবন সদস্য ফখরুল আনাম বেনজু আজীবন সদস্য মো: আলাউদ্দিন মিয়া এবং আজীবন সদস্য নওশাদ ।
সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন রংপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান রেহেনা আশিকুর রহমান, সদস্য আল আমীন । সভায় উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আজীবন সদস্য এড ছাফিয়া খানম, এডভোকেট রফিক হাসনাইন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজীবন সদস্য আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ।
এরপর দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রধান নির্বাচন সমন্বয়ক মেসবাহুর রহমান কার্যনির্বাহী কমিটির ২০২৪-২০২৬ সাল মেয়াদের নির্বাচনের ফলাফল নিয়ে বক্তব্য উপস্থাপন করেন ।
এসময় তিনি বলেন নির্বাচন তফশীল অনুযায়ি নির্ধারিত সময়ে ভাইস চেয়ারম্যান পদে ১জন সেক্রেটারী পদে ১জন এবং কার্যনির্বাহী সদস্য ৫টি পদে ৫জন মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা হওয়ায় প্রতিদ্বন্দিতা না থাকায় এই সাতজনকে নির্বাচিত ঘোষনা করেন ।
ভাইস চেয়ারম্যান রেহানা আশিকুর রহমান, সেক্রেটারী এ,এস,এম রওশানূল কাওছার সংগ্রাম, কার্যনির্বাহী সদস্য কাওসার রাশেদ খান শরীফ সদস্য আশরাফুল আল আমিন সদস্য খন্দকার মোঃ রফিক হাছনাইন সদস্য মোঃ মাহে আলম সদস্য মোঃ আরিফুল কবীর।সভায় রংপুর ইউনিটের আজীবন ও বার্ষিক সদস্যগণ উপস্থিত ছিলেন ।