বাংলাদেশ প্রতিবেদকঃ অবরোধের সমর্থনে মৌলভীবাজারে যুবদলের ঝটিকা মিছিল করেছে জেলা যুবদল।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি,গনবিরোধী প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আজ রোববার বিকেলে মৌলভীবাজার জেলা যুবদল শহরের শাহ মোস্তফা সড়কে অবরোধ সফলে ঝটিকা মিছিল বের করে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন আহমদ কৃষি বিষয়ক সম্পাদক এমদাদ আহমদ সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম মজুমদার সদর উপজেলা যুবদল নেতা জহির আহমদ,পৌর যুবদল নেতা রাহী আহমদসহ যুবদলের আরো নেতাকর্মী।
অন্যদিকে আজ সন্ধ্যায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে নতুন বাস টার্মিনাল এলাকায় জেলা যুবদলের অপর একটি মশাল মিছিল বের করা হয়। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের অন্তর্গত আখাইলকুড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইদ আহমদ সদস্য সচিব আব্দুল জলিল কামালপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জুনেদ আহমদ আখাইলকুড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বাবর আহমদ যুগ্ম আহবায়ক ইমরান আহমদ,মিজান আহমদ,হাবিব মিয়া যুবদল জেলা,পৌর ও সদর উপজেলার নেতৃবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে সরকারের পদত্যাগ এবং প্রহসনের নির্বাচন বন্ধ করার দাবি পুনর্ব্যক্ত করেন দলটির নেতারা।