কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মো: আসাদ উল্লাহ নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া ২০ নম্বর এক্সটেনশন ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ২০ নম্বর ক্যাম্পের বি-৫ ব্লকের সিদ্দিক আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার ২০ নম্বর ক্যাম্পের এক যুবককে অজ্ঞাত কয়েকজন লোক ঘর থেকে ডেকে মারধর ও গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পের গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।