মারুফা মির্জা: সিরাজগঞ্জের চৌহালীতে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে রুবেল হোসেন (২৪) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত রুবেল এস বি এম কলেজের আইসিটি ল্যাব সহকারী।
মঙ্গলবার সকালে উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে কম্পিউটারের দোকানের গিয়ে অনিয়ম দেখতে পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ সাজা দেন। তিনি জানান, ওই কম্পিউটারের দোকান থেকে পরীক্ষা কেন্দ্র নকল সরবরাহ হচ্ছিল।