মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলাবেতন ও বোনাসের দাবীতে ঈশ্বরদীতে রশিদ ওয়েল মিলের শ্রমিকদের মানববন্ধন

বেতন ও বোনাসের দাবীতে ঈশ্বরদীতে রশিদ ওয়েল মিলের শ্রমিকদের মানববন্ধন

স্বপন কুমার কুন্ডু: ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে ঈশ্বরদীতে রশিদ ওয়েল মিলস শ্রমিকরা । বিকেল তীব্র রোদ ও গরম উপেক্ষা করে প্রায় ঘন্টা ব্যাপি মিল গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । শ্রমিকদের দাবি অন্য মাসে বেতন দেরীতে দিলেও এ মাসে বেতন ও বোনাস কিছুই পাই নাই। উল্টো তাদের এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে চাকুরী থেকে অব্যাহতি দেওয়ার হুমকি দিচ্ছে বলে শ্রমিকদের অভিযোগ।

শ্রমিকরা বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতির এই বাজারে সামান্য ৭/৮ হাজার টাকা বেতনে কোন মতে দিনাতিপাত করছি। ঈদের আগে বেতন ও বোনাস না পেয়ে হতাশা নিয়ে বাড়ী ফিরতে হচ্ছে বলে জানান শ্রমিকরা।

শ্রমিকেরা আরও জানান, ঈদের আগে এক মাসের বেতনের সমান ঈদ বোনাস ও বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। সময়মতো বেতন ও বোনাস না পেলে ঈদে বাড়ি ফেরা সম্ভব না। এসব বিবেচনায় ঈদের আগে শ্রমিকদের সব পাওনাদি দেওয়ার দাবি জানান।

এবিষয়ে রশীদ ওয়েল মিলের অফিসে যোগাযোগের চেষ্টা করা হলে দায়িত্বরত কাউকে পাওয়া যায় নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments