জয়নাল আবেদীন: প্রবন্ধ উপস্থাপন আলোচনাসভা এবং সংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভাগীয় নগরী রংপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ।
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন ।“সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু”। এই প্রতিপাদ্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর সরকারী কলেজের বাংলা সাবেক বিভাগীয় প্রধান আতাহার আলী খান ।
এই প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন মাহীগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক ড, নাসিমা আকতার। অপর প্রবন্ধের প্রতিপাদ্য ছিলো “অসামপ্রদায়িক চেতনা এবং নজরুল” এটি উপস্থাপন করেন রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভুতপুর্ব অধ্যাপক বাংলা বিভাগ প্রফেসর মো: শাহ আলম । আলোচক ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক জেলা পুলিশ সুপার মো: ফেরদৌস আলী চৌধুরী । পরে জেলা শিল্পকলা একাডেমি এবং শিশু একাডেমির শিল্পীদের মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানটি সবাইকে মুগ্ধ করে।