মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
Homeসারাবাংলারংপুর আঞ্চলিক গবেষণা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

রংপুর আঞ্চলিক গবেষণা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: আঞ্চলিক গবেষণা পরিকল্পনা কর্মশালা-২০২৪ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সিটিটিউট (বিনা) রংপুর উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিনা আয়োজিত রাজস্ব খাতের অর্থায়নে কর্মশালায় সভাপতিত্ব করেন বিনা গবেষণা সমন্বয়ক ডক্টর মো: সিদ্দিকুর রহমান । বিশেষ অতিথি ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক অতিরিক্ত পরিচালক মো: ওবায়দুর রহমান মন্ডল ।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: রিয়াজ উদ্দিন , রংপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অধ্যক্ষ মো: বেলাল উদ্দিন বিনা রংপুর উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলী,রংপুর হরটিকালচার সেন্টারের উপ-পরিচালক ডক্টর মো: আবু সায়েম, কুষি উদ্যোক্তা মো: মকবুল হোসেন, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা, মো: মাহমুদুল হোসেন ও মোতাব্বের রহমান, তানজিলা নাসরিন তৃণা প্রমূখ ।

উক্ত র্কশালায় মাঠ পর্যয়ের সকল কর্মকর্তাদের হতে বিনার জাত ও প্রযুক্তি সম্পর্কে মতামত গ্রহণ করে গবেষণা কার্যক্রম প্রনয়ণ করা।বিনার নতুন জাত ও প্রযুক্তি সম্পর্কে কুষি সম্প্রসারণ অধিদপ্তরকে অবহিত করা হয়।
এতে রংপুর বিভাগের সকল জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকগণ, রংপুর জেলার উপজেলা কৃষি কর্মকতা উপিস্থত ছিলেন।এতে আরও উপস্থিত ছিলেন বারি, ব্রি ,পাট, বিএডিসি ও কৃষি তথ্য সার্ভিস এর প্রতিনিধিরা ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments