বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
Homeসারাবাংলাসিলেটে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

সিলেটে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

বাংলাদেশ প্রতিবেদক: সিলেটে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করলে পুলিশ বাধা দেয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায় শত শত শিক্ষার্থী চৌহাট্টা মোড়ের বিভিন্ন রাস্তায় গিয়ে অবস্থান নেন। থেমে থেমে সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে।

বিকেল সাড়ে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিছুক্ষণ পর পর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ। বিপুল সংখ্যক ছাত্র-জনতাকে জিন্দাবাজার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। চৌহাট্টা এলাকায় পুলিশকে ঘেরাও করে রাখা হয়েছে। চৌহাট্টা ও জিন্দাবাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছে।

এর আগে দুপুর ১টা থেকে মহানগরের চৌহাট্টা মোড়ে ছাত্র-জনতা একত্রিত হয়ে রাস্তা ব্লক করে বিক্ষোভ শুরু করে। বিকেল ৩টার দিকে তুমুল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেও তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments