বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে বা কেউ আগুন দিয়েছে কি-না সে বিষয়ে কিছু জানা যায়নি।
খিলক্ষেত থানার এসআই শাহজাহান বলেন, ‘কুড়িল বিশ্বরোড এলাকায় একটি বাসে আগুন লাগার সংবাদ পেয়েছি। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে বা কেউ আগুন দিয়েছে কি-না সে বিষয়ে কিছু জানা যায়নি।’
আগুন লাগার বিষয়ে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানান তিনি।