বাংলাদেশ প্রতিবেদক: বরগুনার তালতলীতে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করতে গেলে প্রতিবেশী চাচা দুই সন্তানের জনক কবির হাওলাদারের (৩৫) পুরুষাঙ্গ কেটে দিলেন কিশোরী।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কবির ওই এলাকার পাঞ্জু হাওলাদারের ছেলে।
জানা গেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকায় এক দরিদ্র সেলিম মিয়ার এক কিশোরী মেয়ে শুঁটকি পল্লীতে কাজ করার সুবাদে প্রায়ই কুপ্রস্তাব দিতেন পাশের এক দুঃসম্পর্কের চাচা কবির হাওলাদার। কবিরের কুপ্রস্তাবে ওই কিশোরী রাজি না হলেও তিনি প্রায়ই তার বাড়িতে আসা যাওয়া করতেন। একপর্যায় গেল বৃহস্পতিবার সন্ধ্যার পরে কবির তাদের বাড়িতে যান। এ সময় ওই কিশোরী ছাড়া আর কেউ বাড়িতে না থাকার সুযোগে কবির কৌশলে ওই মেয়ের ঘরে প্রবেশ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই কিশোরী হাতের কাছে পাওয়া ধারালো দা দিয়ে কবির হাওলাদারের পুরুষাঙ্গ কেটে দেয়। এ সময় কবির যন্ত্রণায় চিৎকার দিয়ে দৌড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তালতলী হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার বরিশাল হাসপাতালে পাঠায়।
ভুক্তভোগী ওই কিশোরী বলেন, ‘কবির হাওলাদার আমার দুঃর্সম্পর্কের চাচা। তিনি আমাকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন এবং বাড়িতে আসতেন। আজও তিনি এসে ঘরে প্রবেশ করে ফাঁক বুঝে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আমি আমার ইজ্জত রক্ষার জন্য হাতের কাছে পাওয়া ধারালো দা দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেই। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম খান জানান, ‘ধর্ষন চেষ্টার অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’