বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeসারাবাংলাশেরপুরে সীমান্তে ভারতীয় চোরাই কম্বলসহ আটক ২

শেরপুরে সীমান্তে ভারতীয় চোরাই কম্বলসহ আটক ২

আনিছ আহমেদ: শেরপুর জেলার নালিতাবাড়ী চোরাই পথে আসা ভারতীয় কম্বলসহ ২ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

সোমবার (৯ ডিসেম্বর) ভোররাতে ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া এলাকা থেকে কম্বলসহ তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে শেরপুর সদর উপজেলার ভাতশালা গ্রামের বিশু মিয়ার ছেলে সোহেল (৩০) ও নালিতাবাড়ী উপজেলার
সমশ্চুড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে চাঁন মিয়া (৪২) আটককৃতদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ বর্ডারগাড ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ানের ঝিনাইগাতী উপজেলার হলদ্রিগাম ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল জানান, পশ্চিম সমশ্চুড়া ভারতের সীমান্ত পথে কম্বল পাচার করছিল চোরাকারবারিরা।
এমন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। অভিযান পরিচালনা করেন হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো,আব্দুস সবুর। এসময় ডাম্পট্রাক ভর্তি ৫৬ পিস উন্নতমানের কম্বলসহ ২ চোরাকারবারিকে আটক করা হয়।

পরে জব্দকৃত মালামালসহ আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো,সানোয়ার হোসেন বলেন এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments