বাংলাদেশ প্রতিবেদক: পাবনার সুজানগরে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনকে মারধর, লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত সমাবেশ হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে কলেজের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সুজানগর বাজার ও উপজেলা চত্বর ঘুরে পৌরসভার সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এবিএম তৌফিক হোসেন, সদস্য সচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির আহ্বায়ক কামরুল হুদা কামাল বিশ্বাস, সদস্য সচিব জসিম বিশ্বাস ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা সহ কলেজের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, কলেজে ঢুকে অধ্যক্ষকে মারধরের ঘটনা ন্যাক্কারজনক ও নিন্দনীয়। সভ্য সমাজে এরকম কাজ মেনে নেওয়া যায় না। আমরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, সভাপতি মনোনীত করাকে কেন্দ্র করে গত ৮ ডিসেম্বর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনকে তার কক্ষে ঢুকে লাঞ্ছিত করে পাবনা-২ আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমান হাবিবের অনুসারী বিএনপির একাংশের নেতাকর্মীরা।