বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeসারাবাংলাজলমহালের দখল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

জলমহালের দখল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বাংলাদেশ প্রতিবেদক: হবিগঞ্জের লাখাইয়ে জলমহালের দখল নিয়ে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই বিএনপি নেতার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার স্বজনগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও অন্যান্য আহতদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার জলমহাল (কাইঞ্জা বিল) দখল নিয়ে ১নং লাখাই ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আরিফ আহমেদ রুপন ও ইউনিয়ন বিএনপি নেতা হারিছ মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাদের পক্ষ নিয়ে গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বুধবার সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও টর্চ লাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রাতের আঁধারে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত অর্ধ শতাধিক লোকজন আহত হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।

ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আরিফ আহমেদ রুপন বলেন, আমাদের জলমহালে প্রতিপক্ষরা জোরপূর্বক মাছ ধরতে যায়, যা নিয়ে আমাদের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।

অন্যদিকে বিএনপি নেতা হারিছ মিয়া জানান, এই জলমহাল নিয়ে এলাকায় বিভক্তি রয়েছে। এলাকাবাসী মাছ ধরতে গেলে চেয়ারম্যানের লোকজন তাদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে লাখাই থানার ওসি বন্দে আলী জানান, বিল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments