মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে আত্মহত্যার ঘটনা বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে পরকীয়ার ও পারিবারিক কলহের কারনে আত্মহত্যা করেছে ৬ জন। পুলিশ বলছে,পারিবারিক কলহ প্রেম-পরকীয়ার কারণে আত্মহত্যা প্রবণতা বেড়ে চলেছে। স্থানীয়দের সাথে কথা বলেও এমন তথ্য পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানাযায়,গত ১ জানুয়ারি বুধবার সিংগাইর পৌরসভার চর আজিমপুর গ্রামের শাকিল আহমেদের স্ত্রী জয়া (১৮) স্বামীর সাথে ঝগড়া করে বিকেল ৩ টার দিকে পাশ্ববর্তী বাবার বাড়ির শয়নকক্ষে ওঁড়না পেচিয়ে ফাঁশ নিয়ে আত্মহত্যা করে। গত ৬ জানুয়ারি দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের গারাদিয়া বাজার সংলগ্ন এলাকায় সুজনের স্ত্রী সাহিদা(২০), ৭ জানুয়ারি সকাল ১১ টার দিকে তালেবপুর ইউনিয়নের ইরতা কলাবাগান এলাকার সিফাতের স্ত্রী সুমাইয়া (১৮), গত ৮ জানুয়ারি সন্ধ্যা ৬ টার দিকে জার্মিত্তা ইউনিয়নের ডাউটিয়া এলাকায় শওকত আলীর ছেলে মোহর আলী রাসেদ (২১), একই দিনে রাত ৮ টার দিকে সায়েস্তা ইউনিয়নের দক্ষিন সাহরাইল গ্রামের শাহজাহান ফকিরে নাতি সাগর (১১), আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে ধল্লা ইউনিয়নের দক্ষিন ধল্লা গ্রামের মুকুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (২৪) প্রেমিকার সাথে মোবাইলে কথা বলে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানাযায়।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান,প্রেম ও পরকীয়ার কারনে এসব আত্মহত্যার প্রবনতা বেড়েছে।