শনিবার, মার্চ ১৫, ২০২৫
Homeসারাবাংলাফার্মগেট থেকে উদ্ধার ৩ ককটেল নিষ্ক্রিয় করল পুলিশ

ফার্মগেট থেকে উদ্ধার ৩ ককটেল নিষ্ক্রিয় করল পুলিশ

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনাস্ট্যান্ড থেকে ৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পাওয়ার পর ককেটেলগুলো উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সেগুলো নিষ্ক্রিয় করে।

শেরেবাংলা নগর থানার ওসি গোলাম আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা প্রথমে বেলা সাড়ে ১১টার দিকে খবর পাই। ফার্মগেটের যে অংশটি ডিএমপির শেরেবাংলা নগর থানার অধীনে পড়েছে, সে জায়গায় বোমা সদৃশ বস্তু আছে এমন সংবাদে পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ যায়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় দুপুর সোয়া ১টার দিকে একটি কালো ব্যাগের ভেতর থেকে কালো স্কচটেপ মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ফার্মগেট থেকে উদ্ধার হওয়া তিনটি ককটেল পুরাতন বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments