ইফরান ইসলাম ঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯০০ পিস ইয়াবা ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার’সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২ টায় উপজেলার বাড়িউড়া বাজারের দক্ষিণ পাশের ছাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপর হইতে তাদের আটক করা হয়। গ্রেফতার কৃতরা হলেন: জেলার বিজয়নগর উপজেলা’র চান্দুরা কালিশিমুলের মোঃ বিল্লাল মিয়া’র ছেলে মোঃ সাকিব মিয়া(২১)। এবং একই উপজেলার জালালপুরের মৃত সহিদ মিয়া’র ছেলে রিপন (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলামের দিক নির্দেশনায় এসআই মোঃ জয়নাল আবেদীন ও এএসআই রুবেল আখন সঙ্গীয় ফোর্সসহ চলমান মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা কালে তাদের মাদকসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।