মাসুদ রানা রাব্বানী : রাজশাহীর পুঠিয়া থেকে বিপুল পরিমাণ নকল রাজস্ব স্ট্যাম্পসহ প্রতারণা চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
রাজশাহী র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গতকাল সোমবার রাত ১০ টার দিকে পুঠিয়ার কৃষ্ণপুর এলাকা থেকে নকল রাজস্ব স্ট্যাম্প ও প্রতারণা চক্রের সদস্যকে আটক করে। আটক প্রতারকের নাম শহিদুল ইসলাম (৪০)। তিনি বাঘা উপজেলার বলিহার তেলীপাড়া এলাকার নুর মোহাম্মাদের ছেলে।
মঙ্গলবার দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, এ প্রতারক চক্রের মূলহোতা রংপুর হতে রাজশাহীগামী সামির চয়েস চেয়ার কোচ পরিবহনে যাত্রীবেশে বিভিন্ন নকল রাজস্ব স্ট্যাম্প বিক্রির জন্য যাচ্ছে। বিষয়টি জানা পর র্যাব রাজশাহীর পুঠিয়া থানার কৃষ্ণপুর এক ডায়াগনস্টিক সেন্টার এন্ড প্যাথলজির সামনে চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট চলাকালীন সময় নাটোর থেকে সামির চয়েস নামের চেয়ার কোচটি (যাহার রেজিঃ নং-নাটোর-ব-১১-০০৩৫) সিগন্যাল দিয়ে থামানো হয়। এসময় যাত্রীবেশে বসে থাকা টিকিট বিহীন যাত্রী শহিদুল ইসলাম কোচের জানালা খুলে কৌশলে পালানোর সময় র্যাব তাকে আটক করে র্যাব। পরে তার দেয়া তথ্যমতে বাস থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার পিস নকল রাজস্ব স্ট্যাম্প উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করে, তিনি দীর্ঘদিন ধরে নকল রাজস্ব স্ট্যাম্প ও পূর্বে ব্যবহৃত রাজস্ব স্ট্যাম্পসমূহ বিক্রি করে আসছে।
পরে তাকে পুঠিয়া থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে প্রতারণা আইনে মামলা দেয়া হয়েছে। রাজশাহীতে ওসির ঘুষ দাবি অভিযোগের