শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeঅর্থনীতিক্রেডিট কার্ডের মাধ্যমে অতিরিক্ত ডলার খরচ, ২৭ ব্যাংককে শোকজ

ক্রেডিট কার্ডের মাধ্যমে অতিরিক্ত ডলার খরচ, ২৭ ব্যাংককে শোকজ

বাংলাদেশ প্রতিবেদক: ক্রেডিট কার্ডের মাধ্যমে ডলারের সীমা লঙ্ঘন করেছে ২৭টি ব্যাংক। এক্ষেত্রে পাঁচ কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (৪ সেপ্টেম্বর) দেশী-বিদেশী এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিশেষ পরিদর্শনে এটি ধরা পড়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো: সিরাজুল ইসলাম বলেন, মোট ৭১টি ক্রেডিট কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সীমাতিরিক্ত ব্যয় করা হয়েছে। এসব কার্ড ইস্যু করেছে ২৭টি ব্যাংক। তাদের কাছে সীমার বাইরে ব্যয়ের কারণ জানতে চাওয়া হয়েছে। এসব ব্যাংককে পাচ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, একজন গ্রাহক প্রতি বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। বিশেষ ক্ষেত্রে তা আরো ৫০০ ডলার পর্যন্ত বেশি হতে পারে।

ক্রেডিট কার্ডে বিদেশী মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের নির্ধারিত সীমা বেঁধে দেয়ার নিয়ম থাকলেও ওই ৭১টির গ্রাহকদের বেলায় সেই নিয়ম মানেনি ব্যাংকগুলো।

সূত্রে জানা গেছে, ৭১টি ক্রেডিট কার্ডের মাধ্যমে ২০ হাজার ডলার পর্যন্ত খরচ করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে বিষয়টি ধরা পড়েছে।তবে কার্ডগুলোর গ্রাহকরা মোট কত ডলার এবং সীমার চেয়ে কত বেশি খরচ করেছেন- তা এখনো জানা যায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments